৩০ ঘণ্টা পর নিভেছে সুন্দরবনের আগুন

69
Smiley face

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “মঙ্গলবার বিকালে “আগুন পুরোপুরি নিভে গেছে৷ বিকালের পর পানি ছিটানো এলাকায় আগুনের ধোঁয়ার কোনো কুণ্ডলি দেখতে পাইনি৷ বিকাল ৪টায় আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসীরা ফিরে গেছে৷”

সোমবার গভীর রাত ও মঙ্গলবার দুপুরের বৃষ্টি আগুন নেভানোর কাজে দারুণ উপকার দিয়েছে বলে জানান তিনি৷ এবং আগুনে ‘এক দশমিক ৩১ একর’ বনভূমি পুড়ে যাওয়া এলাকায় মূল্যবান কোনো গাছপালা ছিল না বলেও জানান ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন৷

সোমবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে৷

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ছরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত পানি ছিটিয়ে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি৷” আগুন লাগার স্থান থেকে জলাশয় দূরে থাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লেগেছে বলে তিনি জানান৷

তদন্ত কমিটির প্রধান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন বলেন, “আগুনে বনের ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু করেছি৷ নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিব৷”


Smiley face