ডেইরী ফার্মারসের রাজশাহী বিভাগের কমিটি গঠন

382
Smiley face

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আজ সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় প্রধান অন্তিম কুমার সরকারের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে আগত খামারিরা অংশগ্রহণ করেন। 

সবার অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে উক্ত আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন- বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব। সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজশাহী আবরার ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোঃ রবিউল করিম।

২০ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি যথাক্রমে চার জন তারা হলেন, মোঃ গোলাম রাহীদ, ডাঃ তালহা জামিল, আরাফাত রুবেল ও রাবেয়া আক্তার সাথী।    সহ-সাধারণ সম্পাদক হাসানুল হক বান্না। সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাকিন।  দপ্তর সম্পাদক মোঃ সুমন।  কোষাধক্ষ্য মোহাম্মদ আলাল।

সদস্য  হিসেবে রয়েছেন, মোঃ সাজ্জাদ আলী সুমন, মোঃ ইমারত হোসেন,  সোহেল রানা, আরমান বাদশা, মোঃ নুরুজ্জামান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ পলাশ, সাজ্জাদ আক্তার ও বেনজামিন মেহেদি প্রভাত।

এর আগে কার্যালয়ে গত শুক্রবার ডেইরী ফাম অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় রাজশাহী বিভাগের সকল খামারি গন উপস্থিত ছিলেন। সভায় ক্ষুদ্র খামারিদের উন্নয়ন, দুধ বিক্রির বিকল্প ব্যবস্থা, বিদেশ থেকে গোমাংস আমদানি, ল্যাম্পিং স্কিন ডিজিজ, টিকা সংগ্রহ, দুধের মূল্য বৃদ্ধি ও সুষ্ঠু বাজারজাতকরণ এবং মাংস রপ্তানির ওপর আলোচনা করা হয়।


Smiley face