April 19, 2024

নির্বাচনী বছরে রাজস্ব আদায় খুব বড় চ্যালেঞ্জ

ডেস্ক সংবাদ: নির্বাচনী বছরে ডলার সংকট চলছে, আমদানি কমে গেছে ও ব্যবসায় ধীরগতি– এ অবস্থায় রাজস্ব আদায় খুব বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।

আজ এনবিআরের সম্মেলন কক্ষে আয়কর তথ্য সেবা মাস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, নির্বাচনী বছরে ডলার সংকট চলছে, আমদানি কমে গেছে ও ব্যবসায় ধীরগতি– এ অবস্থায় রাজস্ব আদায় খুবই বড় চ্যালেঞ্জ। নির্বাচনী বছরে সহিংসতার আশঙ্কা থাকে।

নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে মুনিম বলেন, আমি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই করোনা তাণ্ডব শুরু হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছু করতে পারিনি। পলিসি লেভেলে কিছু করেছি। অটোমেশনের ক্ষেত্রে চেষ্টা করেছি। আয়কর আইন করেছি, কাস্টমস আইন সংসদে উপস্থাপিত হবে। অফিস পলিসি নিয়ে কাজ করেছি। অর্থনীতির এই করুণ অবস্থার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছুই করতে পারিনি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে বাজেটে কিছু বিষয় যুক্ত করেছি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *