
সামসুন হাসান রিমু
“সাবাস বাংলাদেশ,এ পৃথিবী অবাক তাকিয়ে রয়;
জ্বলে -পুড়ে -মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।”
দেশপ্রেমের কবি সুকান্ত ভট্টাচার্যের কন্ঠে উচ্চারিত একটি কবিতা।
লাল সবুজের দেশ বাংলাদেশ, হাজার ঐতিহ্যের দেশ বাংলাদেশ।১৯৭১ সালের ভয়াবহ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমাদের এই দেশ স্বাধীনতা নিয়ে এসেছে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি তবে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। যুদ্ধ নাকি ভয়াবহ হয়।
১৯৭১ সালের যুদ্ধ নাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। চারিদিকে লাশ আর স্বজন হারানোর মানুষ।তাইতো আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন ১৯৭১ সালের ঐতিহাসিক ১৬ ডিসেম্বর।এই দিনে বাংলাদেশের তৎকালীন ভাগ্যাকাশে উদিত হয়েছিল বিজয় রবি।
দীর্ঘ নয় মাসের সংগ্রামের সমাপ্তি ঘটেছিল এই দিনটিতে। বাংলাদেশর মাটি চির শত্রু মুক্ত হয়েছিল এই দিনটিতে।এই বিজয়ের গৌরব ও আনন্দ অম্লান হয়ে থাকবে চিরদিন। বাংলাদেশের এই বিজয়ের পিছনে রয়েছে প্রায় ত্রিশ লক্ষ শহীদের আত্নদান এবং প্রায় দুই লক্ষ মা-বোনেদের ইজ্জত ও ত্যাগ।
তাই বাঙালিদের জীবনে ১৬ ডিসেম্বর এক অবিস্মরণীয় ও গৌরবজনক দিন।১৬ ডিসেম্বর আমাদের জাতীয় মর্যাদার প্রতীক।১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি সবচাইতে গৌরবময় দিন।১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেলে জন্ম হয় পূর্ব পাকিস্তানের।সেই পূর্ব পাকিস্তানের নামই আজ বাংলাদেশ।
পূর্ব পাকিস্তানকে শাসনের নামে শোষণ করত পশ্চিম পাকিস্তান। কিন্তু ১৯৭১ সালের ২৬ মার্চ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শুরু এবং ১৬ ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আত্নপ্রতিষ্ঠা অর্জন করে বাংলাদেশে।১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরবময় সমাপ্তি ঘটে সেই বছরেরই ১৬ ডিসেম্বর পাকিস্তানি পরাজিত জেনারেল নিয়াজির নেতৃত্বে প্রায় ৯৩ হাজার সৈন্য নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে।
সেদিন প্রমাণিত হয়েছিল আমরা দেশের আয়তনে ছোট হতে পারি কিন্তু জাতি হিসেবে আমরা মোটেও ছোট নই।এ দেশের অসংখ্য দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য।
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমার এই স্বাধীন দেশের নাগরিক।তাই বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমি অনেক গর্বিত এবং অনেক শ্রদ্ধা ও ভালোবাসা তাদের জন্য যাদের আত্মত্যাগের জন্য আমি এই দেশে পেয়েছি।
