এলাকার মুরুব্বিদের স্নেহ আর ভালোবাসায় সিক্ত শামীম

310
Smiley face

নির্বাচন যতোই ঘনিয়ে আসছে তরুন প্রার্থী মেহেদী হাসান শামীমের প্রতি এলাকার সাধারণ মানুষের আগ্রহ ততোই বাড়ছে।

আসন্ন বাকেরগঞ্জ ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের তরুন প্রার্থী শামীমকে কাছে পেতে, শামীমের প্রতি ভালোবাসা জানাতে, শামীমের মাথায় হাত রেখে দোয় দিতে এমনকি শামীমকে কাছ থেকে এক নজর দেখতে দলে দলে ছুটে আসছে শ্রমজিবী সাধারণ খেটে খাওয়া মানুষ।

শামীমও পরম মমতা আর ভালোবাসায় জড়িয়ে ধরে স্নেহ আর দোয়া নিচ্ছেন মুরুব্বিদের। সেই সাথে নিচ্ছেন নানা রকম পরামর্শ।

সম্প্রতি আসন্ন ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মেহেদী হাসান শামীম নির্বাচন করবেন এমন ঘোষনার পরে তা এলাকায় ভাইরাল হয়ে যায়। এখন এলাকায় বাড়িতে বাড়িতে ও সন্ধ্যার পরে শ্যামপুর ও বিরঙ্গলের চা’য়ের স্টল গুলোতে কেবল একই আলোচনা, সেটা হচ্ছে শামীমের নির্বাচন নিয়ে।

রাস্তা দিয়ে হেটে গেলেও সবাই শামীমের কাছে এসে কুশল বিনিময় করছেন। শমীমও হাসি মুখে তাদের সাথে কথা বলছেন। যেন রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মানুষ শামীমের মধ্যে আশার বাতীঘর দেখতে পাচ্ছেন।

এমনই একজন বৃদ্ধ বিরঙ্গলের আবুয়াল খান পেশায় কৃষক শামীমকে দেখে ছুটে এসে বুকে জড়িয়ে ধরেন। এবং প্রাণভরে দু’হাত তুলে দোয়া করেন।

অপরজন ভ্যানচালক আব্দুস ছত্তার লাল মাফলার গলায় দৌড়ে এসে শামীমের সাথে কুশল বিনিময় করেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের দুইটি গ্রাম নিয়ে শ্যামপুর ও বিরঙ্গল নিয়ে ৪ নং ওয়ার্ড গঠিত।
এই ওয়ার্ডে মোট ভোটা সংখ্যা প্রায় ৩ হাজার ৬০০। তারমধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান।
এখান থেকেই এবার আসন্ন নির্বাচনে মেম্বার পদে লড়বেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মেহনতী মানুষের আশার আলো তরুন নেতা মেহেদী হাসান শামীম।


Smiley face