
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পথশিশুদের জন্য নতুন পোশাক উপহার দিলেন পটুয়াখালীর পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ।
বুধবার (১৭ মার্চ) শহরের অর্ধশত শিশুদের ঐতিহ্যবাহী মুজিব কোট, সাদা পাঞ্জাবি এবং পায়জামা উপহার দেন মেয়র। আর নতুন এই পোশাক পরে সারাদিন পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে শিশুরা।
পিছিয়ে পড়া পরিবারের শিশু আল আমিন জানায়, নতুন পাঞ্জাবি, পায়জামা ও মুজিব কোট পরে তার অনেক ভালো লাগছে। টেলিভিশনে সে নেতাদের সাদা পাঞ্জাবি, পায়জামা এবং মুজিব কোট পরতে দেখেছে। আজ সে নিজেই এই পোশাক পরতে পেরে খুশি।
স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি এ মাহমুদ রায়হান বলেন, ‘মুজিবশতবর্ষ উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ অর্ধশত পথশিশুদের মাপে নতুন মুজিব কোট, পায়জামা-পাঞ্জাবি দিয়েছেন। নতুন পোশাক পেয়ে পথশিশুরা অনেক খুশি। পাশাপাশি পৌরমেয়র শিশুদের সঙ্গে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে ছবি তোলায় দিনটি আজ স্বরণীয় হয়ে থাকল।’
